ব্রেকিং নিউজ :
কর্ণফুলী ইপিজেডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করছে
চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে শুক্রবার (১১ জুলাই) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন প্রথমে ইপিজেডের অ্যারো ফেভারিট অফিসে লাগলেও পরে তা আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।