ব্রেকিং নিউজ :
‘কিং ট্রাম্প’ ভিডিও ঘিরে তোলপাড়, রাজার মতো সাজলেন প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে মুকুট পরিহিত অবস্থায় দেখা যায় এবং “কিং ট্রাম্প” লেখা একটি বিমানে উড়তে দেখা যায়। ভিডিওতে সেই বিমান থেকে প্রতিবাদকারীদের ওপর বাদামী তরল ছিটাতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয় শনিবার রাতে, ঠিক সেদিনই যুক্তরাষ্ট্রজুড়ে “নো কিংস” শীর্ষক গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ রাজতন্ত্রবিরোধী স্লোগান দেন এবং ট্রাম্প প্রশাসনের একনায়কতান্ত্রিক আচরণের সমালোচনা করেন।
এরপর হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও একটি এআই-তৈরি ছবি পোস্ট করা হয়, যেখানে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে রাজকীয় পোশাকে দেখা যায়।
রোববার ফক্স নিউজে ট্রাম্প বলেন, “ওরা আমাকে রাজা বলছে, কিন্তু আমি রাজা নই।”
















