ব্রেকিং নিউজ :
কেমিক্যাল গোডাউনে আগুন: শনাক্তে লাগবে ডিএনএ টেস্ট
রাজধানীর মিরপুরের একটি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আরও অনেক কর্মী দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, গার্মেন্টস অংশের টিনশেড ছাদ বন্ধ থাকায় অনেকে বের হতে পারেননি। মরদেহগুলো শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।
আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গোডাউনের অংশ এখনও ঝুঁকিপূর্ণ। সেখানে ছিল ৬-৭ ধরণের দাহ্য পদার্থ। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ১১টার দিকে এক বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে, তাদের সঙ্গে যুক্ত হন স্থানীয় স্বেচ্ছাসেবক, পুলিশ ও র্যাব সদস্যরা।