ব্রেকিং নিউজ :
“কোনো দরকষাকষি নয়”—দৃঢ় অবস্থানে বিএনপি
সংখ্যানুপাতিক (পিআর) বা কোনো ধরনের সমঝোতা পদ্ধতিতে যেতে রাজি নয় বিএনপি—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে তিনি বলেন,
“আমরা হিংসা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের ভালোবাসা ও মতামতের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন,
“গত ১৫ বছরে ফ্যাসিস্ট শাসন দেশের অর্থনীতি ও রাজনীতি ধ্বংস করে দিয়েছে। এখন সময় এসেছে সবার মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনার।”
অনুষ্ঠানে প্রায় ৫০ জন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি বিএনপিতে যোগ দেন।
দলটি শিগগিরই একটি বৃহত্তর সমাবেশ আয়োজনের ঘোষণা দেয়।
















