ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু Logo গুলশানে তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক Logo যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট Logo বিএনপি সরকার হলে খেলোয়াড়দের জন্য ভাতা ও পেনশন চালুর প্রতিশ্রুতি দিলেন দুলু Logo ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বৈধতা পেল ইসির আপিলে Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে আপিল শুনানি চলছে

কোভিড ভ্যাকসিন কি বন্ধ্যাত্ব ঘটায়?—বিজ্ঞানীরা যা জানালেন

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পর অনেকেই ভাবতে শুরু করেন, এটি কি নারী বা পুরুষের সন্তান ধারণের ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে? ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা জানিয়েছে—ভ্যাকসিন নেওয়ার ফলে বন্ধ্যাত্ব বা প্রজনন সমস্যার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। যদিও long-term গবেষণা এখনও চলছে, বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে বিষয়টি নিয়ে আরও তথ্য পাওয়া যাবে।

নারীদের প্রজননক্ষমতা সাধারণত গর্ভধারণের সক্ষমতার ওপর নির্ভর করে, আর পুরুষদের ক্ষেত্রে এর প্রধান নির্ধারক হলো শুক্রাণুর সংখ্যা, গুণগত মান ও গতিশীলতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এখন পর্যন্ত পাঁচটি কোভিড ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে—COMIRNATY (ফাইজার-বায়োএনটেক), Pfizer, Moderna, SPIKEVAX ও NUVAXOVID।

নারীদের ফার্টিলিটিতে ভ্যাকসিনের নেতিবাচক প্রভাব আছে—এমন গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও বৈজ্ঞানিক গবেষণা এগুলো সমর্থন করেনি। ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন গবেষণা অনুযায়ী, ভ্যাকসিন নারীর প্রজননক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনে না। যদিও কিছু বিশেষজ্ঞ এম্ব্রিও টক্সিসিটি, জেনোটক্সিসিটি এবং হরমোনগত দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আরও গবেষণার পরামর্শ দিয়েছেন।

পুরুষদের ক্ষেত্রে গবেষণা বলছে—কোভিড সংক্রমণ নিজেই সাময়িকভাবে শুক্রাণুর মান কমাতে পারে। সংক্রমণের পর প্রায় ৬০ দিন পর্যন্ত শুক্রাণুর সংখ্যা ও গুণমান হ্রাস পেতে পারে। তবে ভ্যাকসিনের ক্ষেত্রে এমন কোনো প্রভাব পাওয়া যায়নি।

এআরটি (ART) বা প্রজনন চিকিৎসা পদ্ধতিতেও ভ্যাকসিনের নেতিবাচক প্রভাব খুব স্পষ্ট নয়। কিছু গবেষণায় দেখা গেছে, ডিম্বাশয় উদ্দীপনার আগেই ভ্যাকসিন নিলে আইভিএফ–এর ফ্রোজেন এম্ব্রিও ট্রান্সফারের সাফল্যের হার সামান্য কমতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে স্থায়ী কি না, তা নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন।

চিকিৎসকদের পরামর্শ হচ্ছে—যদি ভ্যাকসিন নেওয়ার পর প্রজনন নিয়ে উদ্বেগ তৈরি হয়, তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। পাশাপাশি, দম্পতিরা যদি ১২ মাসের চেষ্টা সত্ত্বেও সন্তান নিতে সক্ষম না হন, তবে চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৭৫ বার পড়া হয়েছে

কোভিড ভ্যাকসিন কি বন্ধ্যাত্ব ঘটায়?—বিজ্ঞানীরা যা জানালেন

আপডেট সময় ০৯:০১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পর অনেকেই ভাবতে শুরু করেন, এটি কি নারী বা পুরুষের সন্তান ধারণের ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে? ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা জানিয়েছে—ভ্যাকসিন নেওয়ার ফলে বন্ধ্যাত্ব বা প্রজনন সমস্যার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। যদিও long-term গবেষণা এখনও চলছে, বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে বিষয়টি নিয়ে আরও তথ্য পাওয়া যাবে।

নারীদের প্রজননক্ষমতা সাধারণত গর্ভধারণের সক্ষমতার ওপর নির্ভর করে, আর পুরুষদের ক্ষেত্রে এর প্রধান নির্ধারক হলো শুক্রাণুর সংখ্যা, গুণগত মান ও গতিশীলতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এখন পর্যন্ত পাঁচটি কোভিড ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে—COMIRNATY (ফাইজার-বায়োএনটেক), Pfizer, Moderna, SPIKEVAX ও NUVAXOVID।

নারীদের ফার্টিলিটিতে ভ্যাকসিনের নেতিবাচক প্রভাব আছে—এমন গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও বৈজ্ঞানিক গবেষণা এগুলো সমর্থন করেনি। ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন গবেষণা অনুযায়ী, ভ্যাকসিন নারীর প্রজননক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনে না। যদিও কিছু বিশেষজ্ঞ এম্ব্রিও টক্সিসিটি, জেনোটক্সিসিটি এবং হরমোনগত দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আরও গবেষণার পরামর্শ দিয়েছেন।

পুরুষদের ক্ষেত্রে গবেষণা বলছে—কোভিড সংক্রমণ নিজেই সাময়িকভাবে শুক্রাণুর মান কমাতে পারে। সংক্রমণের পর প্রায় ৬০ দিন পর্যন্ত শুক্রাণুর সংখ্যা ও গুণমান হ্রাস পেতে পারে। তবে ভ্যাকসিনের ক্ষেত্রে এমন কোনো প্রভাব পাওয়া যায়নি।

এআরটি (ART) বা প্রজনন চিকিৎসা পদ্ধতিতেও ভ্যাকসিনের নেতিবাচক প্রভাব খুব স্পষ্ট নয়। কিছু গবেষণায় দেখা গেছে, ডিম্বাশয় উদ্দীপনার আগেই ভ্যাকসিন নিলে আইভিএফ–এর ফ্রোজেন এম্ব্রিও ট্রান্সফারের সাফল্যের হার সামান্য কমতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে স্থায়ী কি না, তা নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন।

চিকিৎসকদের পরামর্শ হচ্ছে—যদি ভ্যাকসিন নেওয়ার পর প্রজনন নিয়ে উদ্বেগ তৈরি হয়, তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। পাশাপাশি, দম্পতিরা যদি ১২ মাসের চেষ্টা সত্ত্বেও সন্তান নিতে সক্ষম না হন, তবে চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।