ব্রেকিং নিউজ :
ক্যারিবীয় দ্বীপে ধ্বংসযজ্ঞ, আঘাত হানছে হারিকেন মেলিসা
বছরের সবচেয়ে ভয়াবহ হারিকেন ‘মেলিসা’ ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। ক্যাটাগরি ফাইভে উন্নীত এ ঘূর্ণিঝড়ে জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান রিপাবলিকে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।
ঘণ্টায় ১৭৫ মাইল বেগে প্রবল বাতাসে বিপর্যস্ত হচ্ছে দ্বীপগুলো। প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
প্রাণহানি রোধে আগাম প্রস্তুতি নিয়েছে জ্যামাইকা সরকার। দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা ও জরুরি অবস্থা। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়টি জ্যামাইকা অতিক্রম করে কিউবা, বাহামা ও টার্কস-কাইকোসের দিকে ধাবিত হবে।
















