ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ৯ জন আটক

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটকদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও দুইজনকে আটক করা হয়েছে, যাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

প্রেস উইং জানায়, সাম্প্রতিক এসব হামলার ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ পর্যন্ত ৩১ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত তিনজনকেও ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

গ্রেফতার কাশেম ফারুক বগুড়ার আল-জামিয়া আল-ইসলামিয়া কাসেমুল উলুম মাদরাসার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। মো. সাইদুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা। শেরপুর জেলার রাকিব হোসেনকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয় ভূমিকার জন্য ভিডিও ফুটেজে শনাক্ত করা হয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ঘটনাস্থলের ধ্বংসস্তূপের ছবি ও উসকানিমূলক পোস্ট পাওয়া গেছে।

ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি মোট এক লাখ ২৩ হাজার টাকা লুটের কথা স্বীকার করেন। ওই অর্থ দিয়ে কেনা একটি টিভি ও একটি ফ্রিজ মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে আটক মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেফতার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি মামলা রয়েছে। অন্য গ্রেফতারদের জিজ্ঞাসাবাদও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৩৫ বার পড়া হয়েছে

গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ৯ জন আটক

আপডেট সময় ১১:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটকদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও দুইজনকে আটক করা হয়েছে, যাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

প্রেস উইং জানায়, সাম্প্রতিক এসব হামলার ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ পর্যন্ত ৩১ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত তিনজনকেও ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

গ্রেফতার কাশেম ফারুক বগুড়ার আল-জামিয়া আল-ইসলামিয়া কাসেমুল উলুম মাদরাসার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। মো. সাইদুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা। শেরপুর জেলার রাকিব হোসেনকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয় ভূমিকার জন্য ভিডিও ফুটেজে শনাক্ত করা হয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ঘটনাস্থলের ধ্বংসস্তূপের ছবি ও উসকানিমূলক পোস্ট পাওয়া গেছে।

ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি মোট এক লাখ ২৩ হাজার টাকা লুটের কথা স্বীকার করেন। ওই অর্থ দিয়ে কেনা একটি টিভি ও একটি ফ্রিজ মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে আটক মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেফতার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি মামলা রয়েছে। অন্য গ্রেফতারদের জিজ্ঞাসাবাদও চলমান রয়েছে।