ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নারায়ণগঞ্জে আনিসুল হককে কিল-ঘুষি, দৌড়ে রক্ষা পেলেন গণধোলাই থেকে Logo যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানো নিশ্চিত করলো উত্তর কোরিয়া Logo ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ Logo শেষ মুহূর্তে বাসার আল আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিল ইরান— দাবি নেতানিয়াহুর Logo বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান’ Logo ভারতের বিকল্প সিলেট থেকে উড়াল দিলো কার্গো প্লেন Logo বিচ্ছেদের পর যে নায়িকা এখনও সিঙ্গেল Logo দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo এ. কে. ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেন তারেক রহমান Logo কোনো সারার সঙ্গেই আমি প্রেম করছি না: শুভমান গিল

গভীর রাতে গ্রেফতার এই ডাকাতরা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়াল‌ন্দে দে‌শীয় অস্ত্রসহ ডাকাত দলের ‌তিন সদস্যকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ‌্যায় এ তথ্য জানায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

 

গ্রেফতাররা হলেন, গোয়ালন্দ উপ‌জেলার নিলুশেখের পাড়া গ্রা‌মের মো. মুনছের আলী শেখের ছে‌লে সিদ্দীকুর রহমান চিতাই (৩৭), দৌলতদিয়া সোহরাব মন্ডলপাড়ার মৃত কুটি শেখের ছে‌লে মো. আজগর শেখ (৪০) এবং উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার রব বেপারীর ছে‌লে মো. শরীফ বেপারী (৩৫)।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব ব‌লেন, অস্ত্রধারী কিছু ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতি প্রস্তু‌তি নি‌চ্ছে এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দি‌কে দৌলত‌দিয়া যৌনপল্লীর খিঁচুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে তিন জন‌কে গ্রেফতার ক‌রা হয়। এ সময় তা‌দের কাছ থে‌কে দুটি দা, দুটি চাকু জব্দ করা হয়। এ বিষ‌য়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দা‌য়েরের পর আসা‌মি‌দের আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
 
গ্রেফতার হওয়া সিদ্দীকুর রহমান চিতাইয়ের নামে মাদক ও দস্যুতাসহ মোট ছয়টি, আজগর শেখের নামে জুয়া ও মাদকসহ মোট নয়টি এবং শরীফ বেপারীর নামে চারটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
৫৮ বার পড়া হয়েছে

গভীর রাতে গ্রেফতার এই ডাকাতরা

আপডেট সময় ০৫:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

রাজবাড়ীর গোয়াল‌ন্দে দে‌শীয় অস্ত্রসহ ডাকাত দলের ‌তিন সদস্যকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ‌্যায় এ তথ্য জানায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

 

গ্রেফতাররা হলেন, গোয়ালন্দ উপ‌জেলার নিলুশেখের পাড়া গ্রা‌মের মো. মুনছের আলী শেখের ছে‌লে সিদ্দীকুর রহমান চিতাই (৩৭), দৌলতদিয়া সোহরাব মন্ডলপাড়ার মৃত কুটি শেখের ছে‌লে মো. আজগর শেখ (৪০) এবং উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার রব বেপারীর ছে‌লে মো. শরীফ বেপারী (৩৫)।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব ব‌লেন, অস্ত্রধারী কিছু ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতি প্রস্তু‌তি নি‌চ্ছে এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দি‌কে দৌলত‌দিয়া যৌনপল্লীর খিঁচুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে তিন জন‌কে গ্রেফতার ক‌রা হয়। এ সময় তা‌দের কাছ থে‌কে দুটি দা, দুটি চাকু জব্দ করা হয়। এ বিষ‌য়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দা‌য়েরের পর আসা‌মি‌দের আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
 
গ্রেফতার হওয়া সিদ্দীকুর রহমান চিতাইয়ের নামে মাদক ও দস্যুতাসহ মোট ছয়টি, আজগর শেখের নামে জুয়া ও মাদকসহ মোট নয়টি এবং শরীফ বেপারীর নামে চারটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।