ব্রেকিং নিউজ :
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করলেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (১৩ অক্টোবর), সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাইডেন জানান, গাজায় মানবিক ত্রাণ পাঠানো, যুদ্ধ বন্ধ করা এবং ইসরায়েলি জিম্মিদের নিরাপদে ফেরাতে তার প্রশাসন নিরলসভাবে কাজ করেছিল। তবে এসব প্রচেষ্টা সফল হয়নি বলেও অকপটে স্বীকার করেন তিনি।
বাইডেন বলেন, ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ বন্ধ হওয়ায় তিনি খুশি এবং এই অগ্রগতিতে স্বস্তিও প্রকাশ করেন।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বাইডেন প্রশাসন নিজেই অতীতে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার কারণে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।
তথ্যসূত্র: সিএনএন নিউজ