ব্রেকিং নিউজ :
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ
গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার দুই নেতার এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।
আলোচনায় ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রতি রাশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পুতিন। পাশাপাশি, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান উত্তেজনা ও সিরিয়ায় দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েও মতবিনিময় হয়।
ফোনালাপে মধ্যপ্রাচ্যের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন দুই নেতা। এর আগেও গত আগস্টে একটি ফোনালাপে অংশ নিয়েছিলেন পুতিন ও নেতানিয়াহু।
সূত্র: টাইমস অব ইসরায়েল