ব্রেকিং নিউজ :
গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
গাজীপুরের কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি ঝুট গোডাউনে ভোরে আগুন লাগে। সোমবার (১ ডিসেম্বর) সকাল প্রায় সাড়ে ৫টার দিকে পলাশ মিয়ার মালিকানাধীন গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ব্যর্থ হওয়ায় তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, ঘটনায় কেউ হতাহত হয়নি।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live অগ্নিকাণ্ড গাজীপুর ফায়ার সার্ভিস









