ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী সমন্বয়কদের ওপর সারা দেশে গুপ্ত হামলা হচ্ছে যা খুবই আশঙ্কার বিষয়। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জুলাই বিপ্লবকে নসাৎ করতে তাদের এজেন্ডা বাস্তবায়নে ফ্যাসিস্ট হাসিনার দোসররা এ হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয় যেন দ্রুত তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১১টায় নগরীর হেতেম খাঁ এলাকায় এ হামলা চালায় দুর্বৃত্তরা। শহীদ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত ১১টায় শহীদ নগরীর হেতেখাঁ মেসে রাতের খাবার খাচ্ছিলেন। এসময় অতর্কিতে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত মেসে প্রবেশ করে লোহার রোড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধোর করেন। শহীদ নিজেকে সমন্বয়ক পরিচয় দিলে আরও মারধোর করা হয়। মেসের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় থেকে বড় ভাইরা এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএমপির বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আমি নিজে থেকে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়েছিলাম। তাকে রাতেই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’





















