ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নেপালের বিপক্ষে বাংলাদেশের ড্র Logo সোহাগ পরিবহন কাউন্টারে হামলার ঘটনায় মূল অভিযুক্ত বেলালসহ দুইজন গ্রেফতার Logo পার্বত্য অঞ্চলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হলো ঈদে মিলাদুন্নবী Logo কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: দাবি ডা. জাহিদের Logo জেলায় জেলায় উঠান বৈঠকে ব্যস্ত এনসিপি, রাজপথে ফেরার প্রস্তুতি Logo পাকিস্তানের নতুন হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক Logo ট্রাম্পের প্রশংসায় মোদির প্রতিক্রিয়া: নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন দিগন্তের ইঙ্গিত? Logo সালমান শাহ: প্রয়াণের ২৯ বছর পরও ভক্তদের হৃদয়ে অমর নায়ক Logo দামি ঘড়ি ও আইপ্যাডের লোভ সামলে যা করলেন জ্বালানি উপদেষ্টা Logo তেলা মাথায় তেল দেওয়ার পক্ষপাতী নয় জামায়াত: আমির শফিকুর রহমান

ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী সমন্বয়কদের ওপর সারা দেশে গুপ্ত হামলা হচ্ছে যা খুবই আশঙ্কার বিষয়। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জুলাই বিপ্লবকে নসাৎ করতে তাদের এজেন্ডা বাস্তবায়নে ফ্যাসিস্ট হাসিনার দোসররা এ হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয় যেন দ্রুত তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১১টায় নগরীর হেতেম খাঁ এলাকায় এ হামলা চালায় দুর্বৃত্তরা।  শহীদ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত ১১টায় শহীদ নগরীর হেতেখাঁ মেসে রাতের খাবার খাচ্ছিলেন। এসময় অতর্কিতে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত মেসে প্রবেশ করে লোহার রোড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধোর করেন। শহীদ নিজেকে সমন্বয়ক পরিচয় দিলে আরও মারধোর করা হয়। মেসের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় থেকে বড় ভাইরা এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরএমপির বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আমি নিজে থেকে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়েছিলাম। তাকে রাতেই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
৮০ বার পড়া হয়েছে

ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী সমন্বয়কদের ওপর সারা দেশে গুপ্ত হামলা হচ্ছে যা খুবই আশঙ্কার বিষয়। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জুলাই বিপ্লবকে নসাৎ করতে তাদের এজেন্ডা বাস্তবায়নে ফ্যাসিস্ট হাসিনার দোসররা এ হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয় যেন দ্রুত তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১১টায় নগরীর হেতেম খাঁ এলাকায় এ হামলা চালায় দুর্বৃত্তরা।  শহীদ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত ১১টায় শহীদ নগরীর হেতেখাঁ মেসে রাতের খাবার খাচ্ছিলেন। এসময় অতর্কিতে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত মেসে প্রবেশ করে লোহার রোড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধোর করেন। শহীদ নিজেকে সমন্বয়ক পরিচয় দিলে আরও মারধোর করা হয়। মেসের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় থেকে বড় ভাইরা এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরএমপির বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আমি নিজে থেকে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়েছিলাম। তাকে রাতেই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’