সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন যোগদান করেছেন। শনিবার (০৭ ডিসেম্বর) জগন্নাথপুর থানার বিদায়ী ওসি মোখলেছুর রহমান আকন্দের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করে ওসি হিসেবে যোগদান করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর গ্রামের কৃতি সন্তান মোঃ রুহুল আমিন শিক্ষাজীবন চলাকালীন সময়ে ১৯৯৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাকুরি জীবনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দারফুর, সুদানে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার ইন্সপেক্টর তদন্ত, কুমিল্লা জেলার তিতাস থানার ইন্সপেক্টর তদন্ত ও সর্বশেষ সুনামগঞ্জ জেলার ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন।
যোগদানের সময় নবাগত ওসিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় জগন্নাথপুর থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ জয়নাল আবেদীন, এসআই সজিবসহ থানার সকল অফিসার ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন। যোগদানের সত্যতা নিশ্চিত করে নবাগত ওসি মোঃ রুহুল আমিন বলেন, জগন্নাথপুর থানায় দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ০৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান পিপিএম এর স্বাক্ষরিত অফিস আদেশে জনস্বার্থে জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।