ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত

জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি

নিজস্ব সংবাদ :

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যার ঘটনা আড়াল করার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার (১১ জানুয়ারি) এই শুনানি গ্রহণ করবেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক বেঞ্চ।

এর আগে গত বুধবার অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত থাকলেও পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ায় তা মুলতবি করা হয়। পরবর্তীতে তার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হলে আজকের দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ রেখে হত্যাকাণ্ডের তথ্য গোপন করা হয়। একই সঙ্গে আন্দোলন দমনে উসকানি, ষড়যন্ত্র এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যেখানে জয় ও পলকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এর আগে গত ৪ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হলে তা আমলে নিয়ে সেদিনই জয় ও পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধের পরিকল্পনার মূল নেপথ্য কারিগর ছিলেন তিনি এবং বাংলাদেশে থেকে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন জুনায়েদ আহমেদ পলক। এসব কর্মকাণ্ডের মাধ্যমে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৭ বার পড়া হয়েছে

জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি

আপডেট সময় ১২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যার ঘটনা আড়াল করার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার (১১ জানুয়ারি) এই শুনানি গ্রহণ করবেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক বেঞ্চ।

এর আগে গত বুধবার অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত থাকলেও পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ায় তা মুলতবি করা হয়। পরবর্তীতে তার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হলে আজকের দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ রেখে হত্যাকাণ্ডের তথ্য গোপন করা হয়। একই সঙ্গে আন্দোলন দমনে উসকানি, ষড়যন্ত্র এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যেখানে জয় ও পলকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এর আগে গত ৪ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হলে তা আমলে নিয়ে সেদিনই জয় ও পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধের পরিকল্পনার মূল নেপথ্য কারিগর ছিলেন তিনি এবং বাংলাদেশে থেকে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন জুনায়েদ আহমেদ পলক। এসব কর্মকাণ্ডের মাধ্যমে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।