ব্রেকিং নিউজ :
জাপানের সঙ্গে কৌশলগত খনিজ চুক্তি করল যুক্তরাষ্ট্র
বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে কৌশলগত সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও জাপান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোকিও সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক শেষে ৫৫০ বিলিয়ন ডলারের এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ আমদানি করবে জাপান। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাবে জাপানের বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার। পাশাপাশি জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ ও সামরিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়। বাণিজ্যে ভারসাম্য আনতে দুই নেতা ১৫ শতাংশ শুল্ক আরোপে একমত হন। পরে “সোনালি যুগ” নামে আরও একটি সমঝোতা সই করে দুই দেশ।
















