জামায়াতকে আক্রমণ করে আওয়ামী লীগের সঙ্গে তুলনা মির্জা আব্বাসের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তার মতে, জামায়াতের আচরণ ও রাজনীতি অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে মিল রয়েছে। তিনি আরও মন্তব্য করেন, দলটির জন্য আগের সরকারই বেশি সুবিধাজনক ছিল।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা এখন ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। তার ভাষায়, এসব দল বড় বড় বক্তব্য দিলেও বিএনপির মতো আচরণ করতে পারে না, আর সেই কারণেই তাদের বক্তব্য আরও উগ্র হয়ে উঠছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো জামায়াতও অসভ্য ও ভ্রান্তচিন্তার রাজনীতি করে। তার দাবি, দলটি ইসলাম নয়, বরং মওদুদীবাদের অনুসারী। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আর মানুষকে ধোঁকা দেওয়া যাবে না।






















