জামায়াত আমিরের বক্তব্য – খালেদা জিয়ার পরিস্থিতি এত গুরুতর আগে দেখা যায়নি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়ার এমন নাজুক পরিস্থিতি অতীতে কখনও দেখা যায়নি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজখবর নিতে যান। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এবং নিয়মিত ডায়ালাইসিস গ্রহণ করছেন। তিনি ‘ডিপ সিচুয়েশনে’ রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, সবকিছুই আল্লাহর হাতে—তিনি চাইলে জীবিতকে নিয়ে যেতে পারেন, আবার মৃতের মাঝেও প্রাণ ফিরিয়ে দিতে পারেন। বর্তমানে খালেদা জিয়া লড়ে যাচ্ছেন, তাই তার সুস্থতার বিষয়ে আশাবাদী তিনি। পরিবারের সদস্যদের জন্যও ধৈর্য ও শক্তি কামনা করেন।
হাসপাতালের নিয়ম মেনে তিনি খুব অল্প সময়—প্রায় দেড় মিনিট—ভিতরে ছিলেন বলে জানান। তবে সরাসরি দেখে আসতে পেরে কিছুটা সান্ত্বনা পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।















