ব্রেকিং নিউজ :
জামালপুরে কার্ভাডভ্যান চাপায় তিনজনের প্রাণহানি
জামালপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় একটি কার্ভাডভ্যান পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানিয়েছেন, ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরও দুইজনের মৃত্যু হয়।
তিনি জানান, নিহতদের মধ্যে রাশেদ আহমেদ (সানাকৈর, সরিষাবাড়ী) পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালালেও কার্ভাডভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়। পুলিশ গাড়িটি আটক করেছে এবং তদন্ত চলছে।
















