ব্রেকিং নিউজ :
জি২০ সম্মেলন বিশ্বনেতাদের ছবিতে নেই বাইডেন, ক্ষমতা হস্তান্তরের আগেই ‘ক্ষমতাহীন’!
জি২০ সম্মেলন বিশ্বনেতাদের ছবিতে নেই বাইডেন, ক্ষমতা হস্তান্তরের আগেই ‘ক্ষমতাহীন’!
ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিক ছবি তুলেছেন বিশ্বনেতারা। তবে ছবিটি প্রকাশ্যে আসার পরই হৈচৈ পড়ে গেছে। কেননা, সেই ছবিতে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ বক্তব্য দিয়েছেন জো বাইডেন। তার বক্তব্যে ইউক্রেন ও গাজাযুদ্ধ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বব্যাপী সমর্থনের বিষয়গুলো উঠে এসেছে।
এই সম্মেলনে তোলা বিশ্বনেতাদের একটি ছবি এরইমধ্যে সামনে এসেছে। এতে দেখা যায়নি ৮১ বছর বয়সি জো বাইডেনকে। অথচ জো বাইডেনই এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আগামী বছরের জানুয়ারি মাসে তিনি গত ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
জো বাইডেনের পরিবর্তে ছবির সম্মুখসারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে দেখা যায়।
এদিকে, ছবিতে বাইডেন না থাকার কারণকে ‘লজিস্টিক ইস্যু’ বলে অভিহিত করেছেন মার্কিন কর্মকর্তারা। তারা বলছেন, ছবিটি তড়িঘড়ি করে তোলা হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ শেষ করে ছবি তোলার স্থানে বাইডেন আসার আগেই ছবিটি তোলা হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন,
সব বিশ্বনেতা আসার আগেই ছবিটি তোলা হয়েছিল। তাই এতে অনেকেই বাদ পড়েছেন।
ছবি থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও বাদ পড়েছেন।