ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জেন জি ভোটারদের কাছে টানার চেষ্টায় কমলা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

জেন জি ভোটারদের কাছে টানার চেষ্টায় কমলা।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। ভোটারদের মন জয়ে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। পাল্টাপাল্টি সমালোচনায় উত্তপ্ত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণা।

ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস।

রোববার (২৭ অক্টোবর) দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় প্রচারণায় ব্যস্ত সময় পার করেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। একইদিন নিউইয়র্কে ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নির্বাচনী সমাবেশে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও অভিবাসীদের অশ্লীল ও বর্ণবাদী ভাষায় আক্রমণ করেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

 

পেনসিলভানিয়ায় দেয়া বক্তব্যে কমলা জেন জি প্রজন্মের ভোটারদের গুরুত্ব দেন এবং তাদের কাছে টানার চেষ্টা করেন।
 
তাদের উদ্দেশে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বলেন, ‘আমি কিছু সময় কথা বলতে চাই, বিশেষ করে এখানে ও আমেরিকাজুড়ে সব তরুণ নেতাদের সঙ্গে। আমাদের এখানে জেন জি প্রজন্মের থেকে কেউ আছে? আমি তোমাদের ওপর নির্ভর করছি কারণ আমি তোমাদের সম্পর্কে যে জিনিসটি পছন্দ করি তা হলো পরিবর্তনের ক্ষেত্রে ধৈর্য না ধরা। আমি তোমাদের দেখছি ও তোমাদের শক্তি দেখছি।’
 
এরপর কমলা তার বক্তব্য শেষ করেন এই বলে, ‘তোমরা কি তোমাদের কণ্ঠস্বর শোনাতে প্রস্তুত?’
 
এদিকে রোববার নিউইয়র্কের ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে সমাবেশে কমলা হ্যারিসের কঠোর সমালোচনার পাশাপাশি ট্রাম্প বলেন, আগামী নির্বাচনে জয়ের খুব কাছাকাছি রয়েছেন তিনি।
 
সমাবেশের শুরুতে ট্রাম্পের মিত্ররা বেশ কিছু অশ্লীল ও বর্ণবাদী মন্তব্য করেন। বক্তব্যের শুরুতে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন?’ এ সময় জনতা সমস্বরে বলে ওঠে, ‘না’।
 
 
এসময় অভিবাসীদের একাধিকবার ‘ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। অবৈধ অভিবাসন বন্ধ ও অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া নিয়ে তার পরিকল্পনার কথা বলেছেন তিনি উপস্থিত জনতাকে।
 
ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হলে প্রথম দিনই আমি মার্কিন ইতিহাসের বৃহত্তম ‘ডিপোর্টেশন প্রোগ্রাম’ চালু করব। এছাড়া, কমলা হ্যারিসকে ‘খুবই কম বুদ্ধিসম্পন্ন মানুষ’ বলে উপহাস করেন সাবেক প্রেসিডেন্ট। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
৩৫ বার পড়া হয়েছে

জেন জি ভোটারদের কাছে টানার চেষ্টায় কমলা

আপডেট সময় ০৩:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

জেন জি ভোটারদের কাছে টানার চেষ্টায় কমলা।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। ভোটারদের মন জয়ে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। পাল্টাপাল্টি সমালোচনায় উত্তপ্ত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণা।

ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস।

রোববার (২৭ অক্টোবর) দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় প্রচারণায় ব্যস্ত সময় পার করেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। একইদিন নিউইয়র্কে ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নির্বাচনী সমাবেশে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও অভিবাসীদের অশ্লীল ও বর্ণবাদী ভাষায় আক্রমণ করেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

 

পেনসিলভানিয়ায় দেয়া বক্তব্যে কমলা জেন জি প্রজন্মের ভোটারদের গুরুত্ব দেন এবং তাদের কাছে টানার চেষ্টা করেন।
 
তাদের উদ্দেশে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বলেন, ‘আমি কিছু সময় কথা বলতে চাই, বিশেষ করে এখানে ও আমেরিকাজুড়ে সব তরুণ নেতাদের সঙ্গে। আমাদের এখানে জেন জি প্রজন্মের থেকে কেউ আছে? আমি তোমাদের ওপর নির্ভর করছি কারণ আমি তোমাদের সম্পর্কে যে জিনিসটি পছন্দ করি তা হলো পরিবর্তনের ক্ষেত্রে ধৈর্য না ধরা। আমি তোমাদের দেখছি ও তোমাদের শক্তি দেখছি।’
 
এরপর কমলা তার বক্তব্য শেষ করেন এই বলে, ‘তোমরা কি তোমাদের কণ্ঠস্বর শোনাতে প্রস্তুত?’
 
এদিকে রোববার নিউইয়র্কের ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে সমাবেশে কমলা হ্যারিসের কঠোর সমালোচনার পাশাপাশি ট্রাম্প বলেন, আগামী নির্বাচনে জয়ের খুব কাছাকাছি রয়েছেন তিনি।
 
সমাবেশের শুরুতে ট্রাম্পের মিত্ররা বেশ কিছু অশ্লীল ও বর্ণবাদী মন্তব্য করেন। বক্তব্যের শুরুতে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন?’ এ সময় জনতা সমস্বরে বলে ওঠে, ‘না’।
 
 
এসময় অভিবাসীদের একাধিকবার ‘ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। অবৈধ অভিবাসন বন্ধ ও অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া নিয়ে তার পরিকল্পনার কথা বলেছেন তিনি উপস্থিত জনতাকে।
 
ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হলে প্রথম দিনই আমি মার্কিন ইতিহাসের বৃহত্তম ‘ডিপোর্টেশন প্রোগ্রাম’ চালু করব। এছাড়া, কমলা হ্যারিসকে ‘খুবই কম বুদ্ধিসম্পন্ন মানুষ’ বলে উপহাস করেন সাবেক প্রেসিডেন্ট।