ব্রেকিং নিউজ :
জোরপূর্বক পদত্যাগ করা শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
চব্বিশের গণআন্দোলনের পর জোরপূর্বক পদত্যাগ করানো বেসরকারি শিক্ষকদের বন্ধ থাকা বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রাখা অযৌক্তিক।
চিঠিতে উল্লেখ করা হয়, মানবেতর জীবনযাপনকারী শিক্ষকদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে দ্রুত বেতন প্রদান করতে হবে। এ বিষয়ে কোনো কর্মকর্তার গাফিলতি প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই নির্দেশনা মাউশি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ট্যাগস :
বাংলাদেশ শিক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাউশি শিক্ষক বেতন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সংবাদ