ব্রেকিং নিউজ :
টেকনাফ উপকূলে আবারও আরাকান আর্মির কবলে জেলে
কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে সাতজন জেলে আটক হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় জেলে ইমাম হোসেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের কে কে পাড়া ঘাট থেকে কয়েকটি ট্রলার সাগরে যায়। সেগুলোর মধ্যে একটি ট্রলার আরাকান আর্মির হাতে পড়ে, তারা জেলেদের ট্রলার ও মাছসহ আটক করে নিয়ে যায়।
মিয়ানমারের সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, আরাকান অঞ্চলের উপকূলে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৭ জেলেকে আটক করা হয়েছে।
টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, ‘হামিদ মাঝির পরিচালিত শাওনের ট্রলারের সাতজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে।’
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
















