ব্রেকিং নিউজ :
ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান: ইউক্রেনে আনুন শান্তি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন, হামাস–ইসরাইল যুদ্ধের মতোই ইউক্রেন যুদ্ধেরও শান্তিপূর্ণ সমাধান করতে।
সামা টিভির প্রতিবেদনে বলা হয়, এক টেলিফোন আলাপে জেলেনস্কি গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান এবং একই ধরনের প্রচেষ্টা ইউক্রেনেও দেখতে চান।
আলোচনায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিষয় নিয়েও আলোচনা হয়। জেলেনস্কি জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে আপনি যেমন যুদ্ধবিরতি আনতে পেরেছেন, তেমনি ইউক্রেনেও শান্তি আনতে আপনার অভিজ্ঞতা কাজে লাগুক।”
















