ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দাবি সরাসরি নাকচ করলো ইরান

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দাবি সরাসরি নাকচ করলো ইরান

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে ইরান আমেরিকার মাটিতে হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে মার্কিন আইন মন্ত্রণালয় যে অভিযোগ করেছে তা জোরালো ভাষায় নাকচ করেছে তেহরান। এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন আদালতের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণহীন।

তিনি বলেন, ইরানবিরোধী চক্র এ ধরনের দাবির পুনরাবৃত্তির মধ্যদিয়ে বিদ্বেষপূর্ণ চক্রান্ত করছে যার লক্ষ্য হলো আমেরিকা ও ইরানের মধ্যকার সমস্যাগুলোকে আরো জটিল করা।

বাকায়ি জোর দিয়ে বলেন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তেহরান বৈধ এবং আইনগত সমস্ত উপায় অবলম্বন করবে।

গতকাল ৮ নভেম্বর মার্কিন আইন মন্ত্রণালয় অভিযোগ তুলেছে, গত মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠানের আগেই ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে একজন আফগানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ নভেম্বর) দেশটির বিচার বিভাগ ফরহাদ শাকেরি (৫১) নামের এক আফগানির বিরুদ্ধে এই অভিযোগ আনে। যদিও অভিযুক্ত শাকেরি এখন ইরানে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছেন, আইআরজিসির বেঁধে দেয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা তার ছিল না।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাথে তার একাধিক সংলাপে সন্দেহভাজনদের ভাড়া করা নিয়ে আলাপের সময়ে একটি নথিতে বিষয়টি বেরিয়ে আসে।

নথিপত্রগুলোতে এমন আভাস পাওয়া যায় যে শাকেরি যুক্তরাষ্ট্রে আটক একজন বন্দির জেলের মেয়াদ কমাতে এফবিআইয়ের সাথে কথা বলতে রাজি হন। তবে শাকেরি দাবি করেছেন, ওই সব সংলাপের সময়ে তিনি তেহরানে ছিলেন।

শাকারি এফবিআইকে বলেন যে ইসলামিক রিভ্যুলিউশানারি গার্ড কোরের এক কর্মকর্তা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ অবধি তার সাথে যোগাযোগ করেন। তিনিই নিউ ইয়র্কের একজন ইরানি ভিন্ন মতাবলম্বী ও সাংবাদিকের পরিবর্তে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করতে বলেন।

শাকেরি বলেন, তাকে সাত দিনের মধ্যে পরিকল্পনা দেয়ার কথা বলা হয়। এই ব্যক্তিটি বলেন, ট্রাম্পকে টার্গেট করাটা ব্যয়বহুল ব্যাপার হবে। তখন ইসলামিক রিভ্যুলিউশানারি গার্ড কোরের ওই কর্মকর্তা তাকে বলেন, ‘আমরা ইতোমধ্যেই অনেক অর্থ ব্যয় করেছি। অর্থ কোন ব্যাপার নয়।’

বিচার বিভাগের বিবৃতিতে আরও বলা হয়েছে, শাকেরি ইরানের রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে যুক্ত। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৮ সালে তাকে ইরানে ফেরত পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
১৩১ বার পড়া হয়েছে

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দাবি সরাসরি নাকচ করলো ইরান

আপডেট সময় ০৫:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দাবি সরাসরি নাকচ করলো ইরান

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে ইরান আমেরিকার মাটিতে হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে মার্কিন আইন মন্ত্রণালয় যে অভিযোগ করেছে তা জোরালো ভাষায় নাকচ করেছে তেহরান। এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন আদালতের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণহীন।

তিনি বলেন, ইরানবিরোধী চক্র এ ধরনের দাবির পুনরাবৃত্তির মধ্যদিয়ে বিদ্বেষপূর্ণ চক্রান্ত করছে যার লক্ষ্য হলো আমেরিকা ও ইরানের মধ্যকার সমস্যাগুলোকে আরো জটিল করা।

বাকায়ি জোর দিয়ে বলেন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তেহরান বৈধ এবং আইনগত সমস্ত উপায় অবলম্বন করবে।

গতকাল ৮ নভেম্বর মার্কিন আইন মন্ত্রণালয় অভিযোগ তুলেছে, গত মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠানের আগেই ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে একজন আফগানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ নভেম্বর) দেশটির বিচার বিভাগ ফরহাদ শাকেরি (৫১) নামের এক আফগানির বিরুদ্ধে এই অভিযোগ আনে। যদিও অভিযুক্ত শাকেরি এখন ইরানে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছেন, আইআরজিসির বেঁধে দেয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা তার ছিল না।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাথে তার একাধিক সংলাপে সন্দেহভাজনদের ভাড়া করা নিয়ে আলাপের সময়ে একটি নথিতে বিষয়টি বেরিয়ে আসে।

নথিপত্রগুলোতে এমন আভাস পাওয়া যায় যে শাকেরি যুক্তরাষ্ট্রে আটক একজন বন্দির জেলের মেয়াদ কমাতে এফবিআইয়ের সাথে কথা বলতে রাজি হন। তবে শাকেরি দাবি করেছেন, ওই সব সংলাপের সময়ে তিনি তেহরানে ছিলেন।

শাকারি এফবিআইকে বলেন যে ইসলামিক রিভ্যুলিউশানারি গার্ড কোরের এক কর্মকর্তা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ অবধি তার সাথে যোগাযোগ করেন। তিনিই নিউ ইয়র্কের একজন ইরানি ভিন্ন মতাবলম্বী ও সাংবাদিকের পরিবর্তে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করতে বলেন।

শাকেরি বলেন, তাকে সাত দিনের মধ্যে পরিকল্পনা দেয়ার কথা বলা হয়। এই ব্যক্তিটি বলেন, ট্রাম্পকে টার্গেট করাটা ব্যয়বহুল ব্যাপার হবে। তখন ইসলামিক রিভ্যুলিউশানারি গার্ড কোরের ওই কর্মকর্তা তাকে বলেন, ‘আমরা ইতোমধ্যেই অনেক অর্থ ব্যয় করেছি। অর্থ কোন ব্যাপার নয়।’

বিচার বিভাগের বিবৃতিতে আরও বলা হয়েছে, শাকেরি ইরানের রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে যুক্ত। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৮ সালে তাকে ইরানে ফেরত পাঠানো হয়।