ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

ট্রাম্পের পদক্ষেপের পর আরও বাড়ল বিটকয়েনের দাম

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ট্রাম্পের পদক্ষেপের পর আরও বাড়ল বিটকয়েনের দাম।

গত কয়েক বছর ধরেই বাড়ছে বিশ্বের এক নম্বর ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর এর দাম আরও বেড়ে যায়। ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত পদক্ষেপের পর তা হু হু করে বাড়তে শুরু করেছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন মতে, গত শুক্রবার (২৪ জানুয়ারি) ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি বাজার নিয়ন্ত্রণ বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপরই বিটকয়েনের দাম ২.৫ শতাংশ বেড়ে যায়।

 

এদিন সন্ধ্যার মধ্যে বিটকয়েনের মূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ৪ হাজার ৭৩৬ ডলারে। আর এর বাজারমূল্য বেড়ে হয় ২.০৭ ট্রিলিয়ন ডলার।
 
ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে অন্যরকম উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে বিটকয়েনসহ আরও একাধিক ক্রিপ্টোকারেন্সির দর বেড়েই চলেছে। গত সোমবার ট্রাম্পের শপথ গ্রহণের পরই বিটকয়েনের দাম ১ লাখ ৯ হাজার ডলারের ওপর উঠে যায়।
 
 
বর্তমানে মার্কেট ভ্যালু তথা বাজারমূল্যের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দামি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। দ্বিতীয় অবস্থানে থাকা ইথেরিয়ামের দামও ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৮১ ডলারে দাঁড়ায়। 
 
বিশেষজ্ঞদের মতে, মূলত ট্রাম্পের শপথ নেয়ার বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদের জন্ম দিয়েছে। কারণ ট্রাম্প এরই মধ্যে ক্রিপ্টোবান্ধব হিসাবে পরিচিতি পেয়েছেন।
 
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নিয়মকানুন ও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলার বিষয় রয়েছে। 
 
 
আদেশে ক্রিপ্টোকারেন্সির বিষয়টি দেখভাল করার জন্য ওয়ার্কিং গ্রুপ অন ডিজিটাল অ্যাসেট মার্কেটস নামে একটি ওয়ার্কিং গ্রুপও প্রতিষ্ঠা করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
১১৯ বার পড়া হয়েছে

ট্রাম্পের পদক্ষেপের পর আরও বাড়ল বিটকয়েনের দাম

আপডেট সময় ১০:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

ট্রাম্পের পদক্ষেপের পর আরও বাড়ল বিটকয়েনের দাম।

গত কয়েক বছর ধরেই বাড়ছে বিশ্বের এক নম্বর ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর এর দাম আরও বেড়ে যায়। ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত পদক্ষেপের পর তা হু হু করে বাড়তে শুরু করেছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন মতে, গত শুক্রবার (২৪ জানুয়ারি) ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি বাজার নিয়ন্ত্রণ বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপরই বিটকয়েনের দাম ২.৫ শতাংশ বেড়ে যায়।

 

এদিন সন্ধ্যার মধ্যে বিটকয়েনের মূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ৪ হাজার ৭৩৬ ডলারে। আর এর বাজারমূল্য বেড়ে হয় ২.০৭ ট্রিলিয়ন ডলার।
 
ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে অন্যরকম উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে বিটকয়েনসহ আরও একাধিক ক্রিপ্টোকারেন্সির দর বেড়েই চলেছে। গত সোমবার ট্রাম্পের শপথ গ্রহণের পরই বিটকয়েনের দাম ১ লাখ ৯ হাজার ডলারের ওপর উঠে যায়।
 
 
বর্তমানে মার্কেট ভ্যালু তথা বাজারমূল্যের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দামি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। দ্বিতীয় অবস্থানে থাকা ইথেরিয়ামের দামও ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৮১ ডলারে দাঁড়ায়। 
 
বিশেষজ্ঞদের মতে, মূলত ট্রাম্পের শপথ নেয়ার বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদের জন্ম দিয়েছে। কারণ ট্রাম্প এরই মধ্যে ক্রিপ্টোবান্ধব হিসাবে পরিচিতি পেয়েছেন।
 
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নিয়মকানুন ও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলার বিষয় রয়েছে। 
 
 
আদেশে ক্রিপ্টোকারেন্সির বিষয়টি দেখভাল করার জন্য ওয়ার্কিং গ্রুপ অন ডিজিটাল অ্যাসেট মার্কেটস নামে একটি ওয়ার্কিং গ্রুপও প্রতিষ্ঠা করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।