ডাকসু নির্বাচনে বিজয় উপলক্ষে শিবিরের ২ দিনের কর্মসূচি, মিছিল পরিহারের আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ বিজয় উদযাপন করতে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তবে কর্মসূচিতে কোনো ধরনের শোভাযাত্রা, আনন্দ মিছিল বা র্যালি না করার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি।
বুধবার, ১০ সেপ্টেম্বর, এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে ডাকসু নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিজয় হয়েছে, যা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই জয়। তিনি নির্বাচনে বিজয়ী সকল প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
১. শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে দোয়া মাহফিল এবং নৈশ ইবাদতের (শব্বেদারি) আয়োজন।
২. শহীদদের কবর জিয়ারত, আহতদের খোঁজখবর নেওয়া এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ।
শিবির সভাপতি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রশিবিরের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, জেলা ও শহর শাখাকে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে। সেই সঙ্গে তিনি আনন্দ মিছিল, র্যালি বা শোভাযাত্রা না করার আহ্বানও জানান।
তিনি বলেন, আমরা আশা করি, আমাদের সব কার্যক্রম আল্লাহর সন্তুষ্টির জন্যই কবুল হবে।