ব্রেকিং নিউজ :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৭০
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৭০।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে সবশেষ ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭০ জন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯৪ হাজার ৮৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।
এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার একজন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ডেঙ্গু ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গুতে মৃত্যু