ব্রেকিং নিউজ :
ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছেছে চীনের একটি বিশেষ মেডিকেল দল। এই টিমে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন।
বৃহস্পতিবার, ২৪ জুলাই রাতে দলটি ঢাকায় এসে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জাসমিন সুলতানা মিল্কি তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এর আগে, ২৩ জুলাই সন্ধ্যায়, ভারতের তিন সদস্যের একটি বিশেষ মেডিকেল দল এবং সিঙ্গাপুর থেকে আরও একটি মেডিকেল টিম ঢাকায় আসে, যারা একই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবায় যুক্ত হয়েছে।