ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন।
রাজধানী ঢাকা এবং এর নিকটবর্তী চার জেলা—গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। সম্প্রতি ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলো বিবেচনায় নিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
রবিবার (১৬ নভেম্বর) বিজিবির সদর দফতর থেকে জানানো হয়, উল্লিখিত জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করতে বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছেন।
উল্লেখ করা হয়, আগামীকাল (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ একাধিক নাশকতা ঘটেছে। এমনকি কয়েকটি জুলাই স্মৃতিস্তম্ভেও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতিকে মাথায় রেখে রায় ঘোষণার দিন সারা অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবিকে মোতায়েন করা হয়েছে।




















