ব্রেকিং নিউজ :
ঢাবিতে আবাসিক হল বাড়ানো এবং ভবন সংস্কারের দাবি ছাত্রদলের
ঢাবিতে আবাসিক হল বাড়ানো এবং ভবন সংস্কারের দাবি ছাত্রদলের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলের আসন সংকট কমাতে নতুন হল নির্মাণ এবং পুরনো হলগুলোর সংস্কারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোবববার (১২ জানুয়ারি) এ দাবিতে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের হাতে তুলে দেয়া হয়।
এতে উল্লেখ করা হয়, ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসানের পরে বর্তমানে সম্পূর্ণ বৈধ উপায়ে হলের সিট বরাদ্দ দেয়া হলেও ছাত্রী হলসমূহে পর্যাপ্ত সিট নেই। যে কারণে অনেক ছাত্রীকে প্রথম বর্ষ পার হয়ে দ্বিতীয় বর্ষ সম্পন্ন করার পরেও হয় হলের গণরুমের অপকৃষ্ট পরিবেশে অথবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মেস ও হোস্টেলে রুম ভাড়া করে থাকতে হচ্ছে। এর ফলে ভুক্তভোগী শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও আর্থিক দূরবস্থার বিষয়টি বর্তমানে ঢাকা শহরের পরিবেশের প্রেক্ষাপটে বলাই বাহুল্য।
এছাড়াও বিগত সপ্তাহে হাজী মুহম্মদ মুহসিন হল, মাস্টারদা সূর্যসেন হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ভবনসমূহের জরাজীর্ণ অবস্থা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমসমূহের মাধ্যমে সবার নজরে এসেছে। বিশেষত হাজী মুহম্মদ মুহসিন হলের ২০৪ নম্বর রুমের ছাদের পলেস্তারা ভেঙে পড়ে আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ১৮- ১৯ সেশন) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হবার ঘটনাটি সকলকে ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবসের ব্যথাতুর ইতিহাস আবারও স্মরণ করিয়ে দিয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে উত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের প্রথম শর্ত হলো শিক্ষার্থীদের খাদ্য ও আবাসনের কোনরূপ সংকট না থাকা। তাই বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে আবাসিক হল সংস্কার ও পুনঃনির্মাণের যে দাবি উত্থাপিত হয়েছে, তার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে একমত পোষণ করছে।
আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যয়নরত ছাত্রীদের আবাসন সংকটের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতিদ্রুত আধুনিক সুবিধাসহ টেকসই স্থাপত্যগুণাবলী রক্ষা করে ছাত্রীদের জন্য একাধিক আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেবে। পাশাপাশি আবাসিক ছাত্রদের জানমালের নিরাপত্তা বিবেচনায় জরাজীর্ণ ভবনসমূহ অতি দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আবাসিক হল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)