ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নেপালের বিপক্ষে বাংলাদেশের ড্র Logo সোহাগ পরিবহন কাউন্টারে হামলার ঘটনায় মূল অভিযুক্ত বেলালসহ দুইজন গ্রেফতার Logo পার্বত্য অঞ্চলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হলো ঈদে মিলাদুন্নবী Logo কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: দাবি ডা. জাহিদের Logo জেলায় জেলায় উঠান বৈঠকে ব্যস্ত এনসিপি, রাজপথে ফেরার প্রস্তুতি Logo পাকিস্তানের নতুন হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক Logo ট্রাম্পের প্রশংসায় মোদির প্রতিক্রিয়া: নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন দিগন্তের ইঙ্গিত? Logo সালমান শাহ: প্রয়াণের ২৯ বছর পরও ভক্তদের হৃদয়ে অমর নায়ক Logo দামি ঘড়ি ও আইপ্যাডের লোভ সামলে যা করলেন জ্বালানি উপদেষ্টা Logo তেলা মাথায় তেল দেওয়ার পক্ষপাতী নয় জামায়াত: আমির শফিকুর রহমান

ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থেকে অধিভূক্ত সাত কলেজকে পৃথক করার সিন্ধান্ত নেয়া হয়েছে। এজন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি না নেয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানেই এসব সিদ্ধান্ত আসে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সাত কলেজ ইস্যুতে অনাকাঙিক্ষত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ধৈর্যধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাবি ও অধিভূক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই সাত কলেজের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে আনা হয়েছে। ফলে এবছর অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে ভর্তি না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় সুপারিশ করা হয়।

এছাড়া, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নেবে বলে সভায় ‍উভয়ইপক্ষ সিদ্ধান্ত নেয়। যেসব শিক্ষার্থী ঢাবির অধীনে ভর্তি হয়েছিলেন, তাদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে এবং তাদের শিক্ষাজীবন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেবিষয়ে খেয়াল রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
১৫৬ বার পড়া হয়েছে

ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ

আপডেট সময় ০৯:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থেকে অধিভূক্ত সাত কলেজকে পৃথক করার সিন্ধান্ত নেয়া হয়েছে। এজন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি না নেয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানেই এসব সিদ্ধান্ত আসে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সাত কলেজ ইস্যুতে অনাকাঙিক্ষত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ধৈর্যধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাবি ও অধিভূক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই সাত কলেজের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে আনা হয়েছে। ফলে এবছর অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে ভর্তি না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় সুপারিশ করা হয়।

এছাড়া, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নেবে বলে সভায় ‍উভয়ইপক্ষ সিদ্ধান্ত নেয়। যেসব শিক্ষার্থী ঢাবির অধীনে ভর্তি হয়েছিলেন, তাদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে এবং তাদের শিক্ষাজীবন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেবিষয়ে খেয়াল রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।