ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল Logo রাখাইনে হাসপাতাল হামলার ঘটনায় সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকর্মীরা; পরিস্থিতি সামাল দিতে জোর তৎপরতা

তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের

নিজস্ব সংবাদ :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিল জনমানসে স্বস্তি এনে দিয়েছে এবং এর মাধ্যমে জনগণের ভোটাধিকার বাস্তবে প্রয়োগের সুযোগ তৈরি হবে। তিনি জানান, ঘোষিত তফসিল নিয়ে বিএনপি সন্তুষ্ট।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।
তার ভাষায়, দেশের রাজনৈতিক ইতিহাসে এ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিএনপি প্রত্যাশা করছে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। তিনি আরও বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য নতুন অধ্যায় সূচনা করতে পারে।

এদিন সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের পূর্ণ তফসিল ঘোষণা করেন, যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই চলবে। আপিল গ্রহণ করা হবে ১১ জানুয়ারি পর্যন্ত, এবং ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, আর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

সিইসি জানিয়েছেন, নানা দিক থেকে এবারের জাতীয় নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে। গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা ও কাঙ্ক্ষিত সংস্কারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়টি দেশবাসীর জন্য নতুন অভিজ্ঞতা বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
২৬ বার পড়া হয়েছে

তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের

আপডেট সময় ০৬:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিল জনমানসে স্বস্তি এনে দিয়েছে এবং এর মাধ্যমে জনগণের ভোটাধিকার বাস্তবে প্রয়োগের সুযোগ তৈরি হবে। তিনি জানান, ঘোষিত তফসিল নিয়ে বিএনপি সন্তুষ্ট।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।
তার ভাষায়, দেশের রাজনৈতিক ইতিহাসে এ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিএনপি প্রত্যাশা করছে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। তিনি আরও বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য নতুন অধ্যায় সূচনা করতে পারে।

এদিন সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের পূর্ণ তফসিল ঘোষণা করেন, যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই চলবে। আপিল গ্রহণ করা হবে ১১ জানুয়ারি পর্যন্ত, এবং ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, আর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

সিইসি জানিয়েছেন, নানা দিক থেকে এবারের জাতীয় নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে। গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা ও কাঙ্ক্ষিত সংস্কারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়টি দেশবাসীর জন্য নতুন অভিজ্ঞতা বলেও তিনি উল্লেখ করেন।