তাকাইচির হাতে জাপান, ভারত-জাপান সম্পর্কের নতুন দিগন্ত
জাপানের রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেছেন সানায়ে তাকাইচি। কঠোর রক্ষণশীল এই নেত্রী দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।
জুলাই মাসে উচ্চকক্ষ নির্বাচনে ভরাডুবির পর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতৃত্ব পরিবর্তন করে তাকাইচিকে দায়িত্ব দেয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (X) তাকাইচিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।”
১৯৯৬ সালে রাজনীতিতে প্রবেশ করে তাকাইচি প্রথম মন্ত্রী হন শিনজো আবের মন্ত্রিসভায়। তিনি দীর্ঘদিন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং রক্ষণশীল নীতির জন্য পরিচিত।
বিশ্লেষকদের মতে, তাকাইচি আবের ঘনিষ্ঠ অনুসারী হওয়ায় ভারত-জাপান সম্পর্ক আরও মজবুত হবে। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে তার বাস্তবায়ন ক্ষমতা কতটা, তা সময়ই বলে দেবে।
















