ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু Logo গুলশানে তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক Logo যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট Logo বিএনপি সরকার হলে খেলোয়াড়দের জন্য ভাতা ও পেনশন চালুর প্রতিশ্রুতি দিলেন দুলু Logo ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বৈধতা পেল ইসির আপিলে Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে আপিল শুনানি চলছে

তালেবানের অভিযোগ—মধ্যরাতে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু ও এক নারী নিহত

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনী রাতের অন্ধকারে একটি বাড়িতে বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছে তালেবান সরকার। হামলায় নয় শিশু এবং একজন নারী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে খোস্তের গুরবুজ জেলা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এক্স-এ দেওয়া বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানি বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে, যার ফলে পুরো বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তালেবানের তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে। পাশাপাশি উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও অনুরূপ হামলা হয়েছে, যেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি করা হয়।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের পেশোয়ারে ফ্রন্টিয়ার কনস্টেবুলারি সদর দপ্তরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা ঘটে, যা নতুন করে নিরাপত্তা সংকট তৈরি করে দেশটিতে। গুরুত্বপূর্ণ সামরিক এলাকার কাছে হওয়া এ হামলায় দুইজন আত্মঘাতী বোমাবাহক জড়িত ছিল বলে পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে। প্রথম হামলাকারী প্রবেশমুখে বিস্ফোরণ ঘটায় এবং দ্বিতীয়জন কম্পাউন্ডে ঢুকে পড়ে। এতে অন্তত তিনজন নিহত হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয় নিরাপত্তা বাহিনীর দ্বারা।

এর আগে চলতি মাসে ইসলামাবাদে আরেক আত্মঘাতী হামলায় ১২ জন মারা যান, যার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান—যারা আদর্শিকভাবে আফগান তালেবানের ঘনিষ্ঠ।

গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছে দুই দেশের মধ্যে। সীমান্ত সংঘর্ষে হতাহতের পর আলোচনা শুরু হলেও পরে তা ভেঙে যায় এবং উভয়পক্ষই একে অপরকে দোষারোপ করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
২৫ বার পড়া হয়েছে

তালেবানের অভিযোগ—মধ্যরাতে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু ও এক নারী নিহত

আপডেট সময় ০২:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনী রাতের অন্ধকারে একটি বাড়িতে বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছে তালেবান সরকার। হামলায় নয় শিশু এবং একজন নারী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে খোস্তের গুরবুজ জেলা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এক্স-এ দেওয়া বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানি বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে, যার ফলে পুরো বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তালেবানের তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে। পাশাপাশি উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও অনুরূপ হামলা হয়েছে, যেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি করা হয়।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের পেশোয়ারে ফ্রন্টিয়ার কনস্টেবুলারি সদর দপ্তরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা ঘটে, যা নতুন করে নিরাপত্তা সংকট তৈরি করে দেশটিতে। গুরুত্বপূর্ণ সামরিক এলাকার কাছে হওয়া এ হামলায় দুইজন আত্মঘাতী বোমাবাহক জড়িত ছিল বলে পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে। প্রথম হামলাকারী প্রবেশমুখে বিস্ফোরণ ঘটায় এবং দ্বিতীয়জন কম্পাউন্ডে ঢুকে পড়ে। এতে অন্তত তিনজন নিহত হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয় নিরাপত্তা বাহিনীর দ্বারা।

এর আগে চলতি মাসে ইসলামাবাদে আরেক আত্মঘাতী হামলায় ১২ জন মারা যান, যার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান—যারা আদর্শিকভাবে আফগান তালেবানের ঘনিষ্ঠ।

গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছে দুই দেশের মধ্যে। সীমান্ত সংঘর্ষে হতাহতের পর আলোচনা শুরু হলেও পরে তা ভেঙে যায় এবং উভয়পক্ষই একে অপরকে দোষারোপ করে।