ব্রেকিং নিউজ :
তুরস্কে আলোচনায় আফগানিস্তান—পাকিস্তান; তিন দাবি পেশ
তুরস্কে অনুষ্ঠিত আলোচনার দ্বিতীয় দিনে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে সমঝোতার চেষ্টা চালাচ্ছে। আফগানিস্তানের খসড়া প্রস্তাবে তিনটি মূল দাবি তুলে ধরা হয়েছে—(১) পাকিস্তান যেন আফগান আকাশ ও স্থলসীমা লঙ্ঘন না করে, (২) পাকিস্তান যেন আফগানবিরোধী গোষ্ঠীকে নিজের ভূখণ্ড ব্যবহার করতে না দেয়, এবং (৩) সীমান্ত উত্তেজনা কমাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
দুই পক্ষই নিজ নিজ খসড়া প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে একে অপরের কাছে প্রেরণ করেছে; পাশাপাশি সংঘর্ষবিরতি পর্যবেক্ষণের জন্য চ্যানেল এবং বিশেষ কমিটি গঠনের কথাও চলছে। রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ের বিশ্লেষকরা মনে করেন, যদি চুক্তি কার্যকরভাবে প্রয়োগ করা যায় তবে তা কিছু মাস স্থিতিশীলতা আনতে পারবে।
















