ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪।

ইসরাইলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। এতে অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে।

 

ইসরাইলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বলেছে, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন।
 
এর আগে ফিলিস্তিনের শেহাব  ও কুদস সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
 
টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়।
 
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।
 
 
গত বৃহস্পতিবার ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরাইলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।
 
ইয়েমেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ওই হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় হুতিরা। 

 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
১০৪ বার পড়া হয়েছে

তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪।

ইসরাইলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। এতে অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে।

 

ইসরাইলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বলেছে, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন।
 
এর আগে ফিলিস্তিনের শেহাব  ও কুদস সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
 
টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়।
 
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।
 
 
গত বৃহস্পতিবার ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরাইলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।
 
ইয়েমেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ওই হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় হুতিরা।