ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, আদালতে পাঁচজনের জবানবন্দি Logo ভোটকেন্দ্রে প্রবেশ রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমেই: আবিদুল ইসলাম Logo নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলক অভিযোগ, ষড়যন্ত্র প্রতিহত করতে ভোট দেওয়ার আহ্বান আবিদের Logo ছাত্রদলকে বাড়তি সুবিধা দেয়ার অভিযোগ তুললেন কাদের ও বাকের Logo ঢাবি ক্যাম্পাসে কড়া নিরাপত্তা, চলছে ডাকসু ও হল সংসদে ভোটগ্রহণ Logo দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার আগেই শেষ করার নির্দেশ Logo নুরের স্বাস্থ্যের আপডেট দিলেন ঢামেকের পরিচালক Logo ৫ ইসলামী ব্যাংকের একীভূতকরণ নিয়ে আবারও অনিশ্চয়তা Logo বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার বিএনপির Logo মার্কিন নীতিতে পরিবর্তন, ড্রোন বিক্রির নতুন সুযোগ

তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪।

ইসরাইলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। এতে অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে।

 

ইসরাইলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বলেছে, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন।
 
এর আগে ফিলিস্তিনের শেহাব  ও কুদস সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
 
টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়।
 
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।
 
 
গত বৃহস্পতিবার ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরাইলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।
 
ইয়েমেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ওই হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় হুতিরা। 

 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
৯৩ বার পড়া হয়েছে

তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪।

ইসরাইলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। এতে অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে।

 

ইসরাইলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বলেছে, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন।
 
এর আগে ফিলিস্তিনের শেহাব  ও কুদস সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
 
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
 
টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়।
 
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।
 
 
গত বৃহস্পতিবার ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরাইলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।
 
ইয়েমেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ওই হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় হুতিরা।