থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন সংঘর্ষ, প্রয়াত একজন
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার সকালে থাইল্যান্ডের সেনারা কম্বোডিয়ার সীমান্ত এলাকায় বিমান হামলা চালায়। থাইল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষের আগে কম্বোডিয়ার সৈন্যরা তাদের সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে একজন থাই সেনা নিহত ও আরও চারজন আহত হয়েছেন।
রয়্যাল থাই আর্মির মুখপাত্র মেজর-জেনারেল উইনথাই সুভারী জানিয়েছেন, বিমান হামলার পর সীমান্ত এলাকায় থাকা সাধারণ মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরানোর জন্য সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই হামলার তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াতা জানান, প্রেহা ভিহিয়ার ও ওড্ডার মিয়ানচে প্রদেশে সোমবার ভোরে তাদের সৈন্যদের লক্ষ্য করে থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে। তবে কম্বোডিয়া এখনও কোনো প্রতিহিংসা চালায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তারপরও চলতি বছরের জুলাই মাসে পাঁচদিনের সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয় এবং প্রায় ৩০ লাখ মানুষ অস্থায়ীভাবে বাস্তুচ্যুত হয়েছিল। ওই সময় দুই দেশ রকেট ও ভারী কামানের গোলা ব্যবহার করেছিল।
গত অক্টোবর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তত্বাবধানে শান্তি চুক্তিতে স্বাক্ষর হয়। তবে সীমান্তে উত্তেজনা পুরোপুরি কমেনি। গত মাসে থাইল্যান্ড অভিযোগ করে, সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তাদের একজন সৈন্য গুরুতর আহত হয়েছেন, যা কম্বোডিয়া অস্বীকার করেছে।















