ব্রেকিং নিউজ :
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল
দক্ষিণ কোরিয়ার আদালত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। এটি আসে মার্শাল ‘এল জারি সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়ার অভিযোগের মামলায়। রায় শুক্রবার (১৬ জানুয়ারি) ঘোষণা করা হয়।
সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউন সুক ইওলের সরকারের জরুরি আইন জারি সংক্রান্ত পদক্ষেপ কার্যকর করতে বাধা দেওয়ার চেষ্টা প্রমাণিত হয়েছে। আদালত আরও উল্লেখ করেছে, তিনি সরকারি নথি জালিয়াতি করেছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেননি।
এটি সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম আদালতের রায়। রায়ের বিরুদ্ধে তিনি চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আইনি মামলা ইউনসুকইওল কারাদণ্ড গ্রেফতারি দক্ষিণকোরিয়া সাবেকপ্রেসিডেন্ট






















