ব্রেকিং নিউজ :
দখলদারত্ব শেষ হলেই অস্ত্র ছাড়বে হামাস
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা অস্ত্র ত্যাগে রাজি—তবে শর্ত একটাই: ইসরাইলি দখলদারত্বের অবসান ঘটাতে হবে। সংগঠনের প্রধান আলোচক খলিল আল-হাইয়া বলেন, হামাসের অস্ত্রভাণ্ডার শুধুমাত্র ‘দখলদার ও আগ্রাসী শক্তির’ উপস্থিতির প্রতিক্রিয়া হিসেবে বিদ্যমান।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইল দুই বছরের যুদ্ধ শেষে হামাসকে নিরস্ত্র হওয়ার দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রও তাদের শান্তি পরিকল্পনায় একই শর্ত দিয়েছে। তবে হামাস বলছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই অস্ত্র রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
গাজার পুনর্গঠনে একটি স্বাধীন টেকনোক্র্যাট প্রশাসন গঠনে হামাস সম্মতি দিলেও অস্ত্র সমর্পণের বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে।
















