ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

দল ও দেশের জন্য কাজ করবো: কমালা হ্যারিস

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

দল ও দেশের জন্য কাজ করবো: কমালা হ্যারিস।

নির্বাচনে হারলেও হাল না ছাড়ার কথা জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। তিনি বলেন, নির্বাচনের ফল আশানুরূপ না হলেও দেশ ও দলের জন্য কাজ করবেন। লড়াই করে যাবেন নারী অধিকার রক্ষা এবং অস্ত্র সহিংসতার বিরুদ্ধে।

বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটির মঞ্চে তিনি ভাষণ দেন। সেসময় তার সঙ্গে ছিলেন স্বামী ডগ এমহফ। খবর রয়টার্সের।

ডেমোক্র্যাট সমর্থকদের প্রতি হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে কমালা হ্যারিস বলেন, এটা হাত গুটিয়ে নেয়ার সময় নয়। বরং হাতা গুটিয়ে কাজে নেমে পড়ার সময়। স্বাধীনতা, ন্যায় বিচার ও ভবিষ্যতের স্বার্থে সংগঠিত হওয়ার, এগিয়ে যাওয়ার সময়।

তিনি আরও বলেন– আমি জানি, অনেকে ভাবছেন, আমরা অন্ধকার সময়ে প্রবেশ করছি। তবে আমাদের সবার স্বার্থে আশা করছি, তা হবে না। তেমনটি হলে আমেরিকার কোটি কোটি মেধাবীরা তাদের আশাবাদ, বিশ্বাস, সত্য আর সেবার আলোয় আকাশ আলোকিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের চিরাচরিত নিয়ম অনু্যায়ী নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। সেইসাথে পরের বছরের জানুয়ারি মাসের ২০ তারিখে শপথ নেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট। তাই নিয়ম অনুযায়ী ২০২৫ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ও নিজের শেষ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
১৩৮ বার পড়া হয়েছে

দল ও দেশের জন্য কাজ করবো: কমালা হ্যারিস

আপডেট সময় ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

দল ও দেশের জন্য কাজ করবো: কমালা হ্যারিস।

নির্বাচনে হারলেও হাল না ছাড়ার কথা জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। তিনি বলেন, নির্বাচনের ফল আশানুরূপ না হলেও দেশ ও দলের জন্য কাজ করবেন। লড়াই করে যাবেন নারী অধিকার রক্ষা এবং অস্ত্র সহিংসতার বিরুদ্ধে।

বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটির মঞ্চে তিনি ভাষণ দেন। সেসময় তার সঙ্গে ছিলেন স্বামী ডগ এমহফ। খবর রয়টার্সের।

ডেমোক্র্যাট সমর্থকদের প্রতি হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে কমালা হ্যারিস বলেন, এটা হাত গুটিয়ে নেয়ার সময় নয়। বরং হাতা গুটিয়ে কাজে নেমে পড়ার সময়। স্বাধীনতা, ন্যায় বিচার ও ভবিষ্যতের স্বার্থে সংগঠিত হওয়ার, এগিয়ে যাওয়ার সময়।

তিনি আরও বলেন– আমি জানি, অনেকে ভাবছেন, আমরা অন্ধকার সময়ে প্রবেশ করছি। তবে আমাদের সবার স্বার্থে আশা করছি, তা হবে না। তেমনটি হলে আমেরিকার কোটি কোটি মেধাবীরা তাদের আশাবাদ, বিশ্বাস, সত্য আর সেবার আলোয় আকাশ আলোকিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের চিরাচরিত নিয়ম অনু্যায়ী নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। সেইসাথে পরের বছরের জানুয়ারি মাসের ২০ তারিখে শপথ নেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট। তাই নিয়ম অনুযায়ী ২০২৫ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ও নিজের শেষ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।