ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরানের বিরুদ্ধে ফের শক্ত হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প Logo ‘আমরা কুকুর নই’: গাজায় প্যারাসুটের মাধ্যমে ত্রাণ বিতরণকে ফিলিস্তিনিরা অবমাননাকর মনে করছেন Logo ডিসেম্বরে শেষ হবে গণহত্যার প্রধান অভিযুক্তদের বিচার: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম Logo ক্ষমতায় গেলে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগ নেবে বিএনপি: ফখরুল Logo বাড়ির দখল নিতে গিয়ে বাবার ওপর বর্বর হামলা, গুরুতর আহত বৃদ্ধ Logo উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ডিয়ার মা’, ভাঙলো এক রেকর্ড Logo ফরিদপুরে র‍্যাব সেজে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৫ দুর্বৃত্ত Logo জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ভয়াবহ পরিণতি আসবে: হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর Logo গাজায় শিশুদের অনাহার চললে ইসরায়েলকে সহায়তা নয়: মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং Logo গাজায় ত্রাণ পাঠাতে ফ্রান্স-যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগ জার্মানি-স্পেনের

দায়িত্ব নিয়ে প্রথম সাক্ষাৎকারে কী বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট?

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

দায়িত্ব নিয়ে প্রথম সাক্ষাৎকারে কী বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট?

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম পাঁচদিনেই বাইডেন শাসনামলের চেয়ে বেশি কাজ করেছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিন, ট্রাম্পের নির্বাহী আদেশ, ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করে দেয়া, প্রতিরক্ষামন্ত্রীর নিয়োগসহ নানা ইস্যুতেও ট্রাম্প প্রশাসনের অবস্থান তুলে ধরেন তিনি।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্র্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেন জেডি ভ্যান্স। মার্কিন গণমাধ্যম সিবিএসে অনুষ্ঠিত ‘ফেইস দ্য নেশন’ অনুষ্ঠানে সাংবাদিক মার্গারেট ব্রেনানের সঙ্গে আলাপচারিতায় যুক্ত হন তিনি।

 

রোববার (২৬ জানুয়ারি) প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের নানা ইস্যু নিয়ে জেডি ভ্যান্সকে একের পর এক প্রশ্ন করেন মার্গারেট। সদ্য বিদায়ী বাইডেন প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালোভাবে সামাল না দেয়ার অভিযোগ ছিল রিপাবলিকানদের। 
 
সাক্ষাৎকারে খাদ্য পণ্যের দাম নিয়ে প্রশ্ন করা হলে জেডি ভ্যান্স বলেন, এরইমধ্যে অনেকগুলো নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যা পণ্যের দাম কমাতে সহায়ক হবে। তবে এতে কিছুটা সময় লাগবে বলেও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প গেল পাঁচ দিনে যা করেছেন তা বাইডেনের চার বছরের শাসনামলের চেয়ে বেশি বলে দাবি করেন ভ্যান্স। 
 
 
তিনি বলেন, আমি মনে করি, বাইডেন যা করেননি, গত পাঁচদিনে ট্রাম্প তা করেছেন। আমরা কংগ্রেসের সঙ্গে কাজ করতে যাচ্ছি। দ্রুত গতিতে কাজ চলছে। আরও নির্বাহী আদেশ আসছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

 

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের দায়িত্ব নেয়ার বিষয়ও উঠে আসে। মার্কিন সিনেটে কোনোরকমে উতরে গেলেও তাকে নিয়ে খোদ রিপাবলিকান শিবিরেই বিভক্তি আছে। এমন অবস্থায় তিনি কীভাবে যুক্তরাষ্ট্রের ৩০ লাখ মানুষকে নেতৃত্ব দেবেন এমন প্রশ্ন করা হয় ভ্যান্সকে। 
 
কৌশলি জবাবে ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিরক্ষা বিভাগে অনেক সমস্যা রয়েছে। সেগুলো সমাধানে পিটকে দরকার।’
 
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই একাধিক নির্বাহী আদেশে সই করেন। তার মধ্যে অন্যতম ছিল ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করে দেয়া। এ ইস্যুতে কয়েকদিন আগে হামলাকারীদের ক্ষমা পাওয়া উচিত নয় বলে মন্তব্য করলেও, সাক্ষাৎকারে সেই অবস্থান থেকে সরে গিয়ে ভ্যান্স বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত সঠিক ছিল।
 
 
এদিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের সিদ্ধান্তের বিষয়ে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সবার আগে নিজ দেশের নাগরিকদের স্বার্থকে প্রাধান্য দেয়া। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র একটি বৈচিত্র্যময় দেশ। অভিবাসীদের নিয়ে গড়ে ওঠার অর্থ এই নয় যে, ২৪০ বছর পরেও অভিবাসন নীতি থাকতে হবে।

 

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এবার প্রযুক্তি খাতের ধনকুবেরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের হাতে অনেক ক্ষমতা বলে উল্লেখ করেন জেডি ভ্যান্স। বলেন, তারা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকারের মর্যাদা অক্ষুন্ন রাখার ক্ষমতাও রাখেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
৭৬ বার পড়া হয়েছে

দায়িত্ব নিয়ে প্রথম সাক্ষাৎকারে কী বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট?

আপডেট সময় ০৮:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

দায়িত্ব নিয়ে প্রথম সাক্ষাৎকারে কী বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট?

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম পাঁচদিনেই বাইডেন শাসনামলের চেয়ে বেশি কাজ করেছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিন, ট্রাম্পের নির্বাহী আদেশ, ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করে দেয়া, প্রতিরক্ষামন্ত্রীর নিয়োগসহ নানা ইস্যুতেও ট্রাম্প প্রশাসনের অবস্থান তুলে ধরেন তিনি।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্র্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেন জেডি ভ্যান্স। মার্কিন গণমাধ্যম সিবিএসে অনুষ্ঠিত ‘ফেইস দ্য নেশন’ অনুষ্ঠানে সাংবাদিক মার্গারেট ব্রেনানের সঙ্গে আলাপচারিতায় যুক্ত হন তিনি।

 

রোববার (২৬ জানুয়ারি) প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের নানা ইস্যু নিয়ে জেডি ভ্যান্সকে একের পর এক প্রশ্ন করেন মার্গারেট। সদ্য বিদায়ী বাইডেন প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালোভাবে সামাল না দেয়ার অভিযোগ ছিল রিপাবলিকানদের। 
 
সাক্ষাৎকারে খাদ্য পণ্যের দাম নিয়ে প্রশ্ন করা হলে জেডি ভ্যান্স বলেন, এরইমধ্যে অনেকগুলো নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যা পণ্যের দাম কমাতে সহায়ক হবে। তবে এতে কিছুটা সময় লাগবে বলেও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প গেল পাঁচ দিনে যা করেছেন তা বাইডেনের চার বছরের শাসনামলের চেয়ে বেশি বলে দাবি করেন ভ্যান্স। 
 
 
তিনি বলেন, আমি মনে করি, বাইডেন যা করেননি, গত পাঁচদিনে ট্রাম্প তা করেছেন। আমরা কংগ্রেসের সঙ্গে কাজ করতে যাচ্ছি। দ্রুত গতিতে কাজ চলছে। আরও নির্বাহী আদেশ আসছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

 

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের দায়িত্ব নেয়ার বিষয়ও উঠে আসে। মার্কিন সিনেটে কোনোরকমে উতরে গেলেও তাকে নিয়ে খোদ রিপাবলিকান শিবিরেই বিভক্তি আছে। এমন অবস্থায় তিনি কীভাবে যুক্তরাষ্ট্রের ৩০ লাখ মানুষকে নেতৃত্ব দেবেন এমন প্রশ্ন করা হয় ভ্যান্সকে। 
 
কৌশলি জবাবে ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিরক্ষা বিভাগে অনেক সমস্যা রয়েছে। সেগুলো সমাধানে পিটকে দরকার।’
 
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই একাধিক নির্বাহী আদেশে সই করেন। তার মধ্যে অন্যতম ছিল ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলাকারীদের ক্ষমা করে দেয়া। এ ইস্যুতে কয়েকদিন আগে হামলাকারীদের ক্ষমা পাওয়া উচিত নয় বলে মন্তব্য করলেও, সাক্ষাৎকারে সেই অবস্থান থেকে সরে গিয়ে ভ্যান্স বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত সঠিক ছিল।
 
 
এদিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের সিদ্ধান্তের বিষয়ে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সবার আগে নিজ দেশের নাগরিকদের স্বার্থকে প্রাধান্য দেয়া। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র একটি বৈচিত্র্যময় দেশ। অভিবাসীদের নিয়ে গড়ে ওঠার অর্থ এই নয় যে, ২৪০ বছর পরেও অভিবাসন নীতি থাকতে হবে।

 

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এবার প্রযুক্তি খাতের ধনকুবেরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের হাতে অনেক ক্ষমতা বলে উল্লেখ করেন জেডি ভ্যান্স। বলেন, তারা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকারের মর্যাদা অক্ষুন্ন রাখার ক্ষমতাও রাখেন।