ব্রেকিং নিউজ :
দুদক সংশোধন অধ্যাদেশে সংস্কারের ছোঁয়া নেই
দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদিত হলেও সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রস্তাব বাদ দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার পাঠানো বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “খসড়ায় কিছু ইতিবাচক পরিবর্তন থাকলেও, মূল কৌশলগত প্রস্তাবগুলো বাদ পড়েছে, যা হতাশাজনক।” তিনি অভিযোগ করেন, কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সুপারিশগুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে।
ইফতেখারুজ্জামান বলেন, “এই খসড়া যদি এমনভাবে গৃহীত হয়, তবে দুদক আরও দুর্বল হবে, এবং রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না।”
















