ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

দুবাই গোল্ডেন ভিসায় বড় ছাড়, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য বিশেষ সুবিধা রেখে ‘মনোনয়নভিত্তিক’ গোল্ডেন ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। নতুন এই নীতিমালার আওতায় উল্লেখযোগ্য পরিমাণ খরচ কমিয়ে সহজতর করা হয়েছে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া। ভারতের বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আগে গোল্ডেন ভিসা পেতে দুবাইয়ে অন্তত ২ মিলিয়ন দিরহামের সম্পত্তি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) কেনা বাধ্যতামূলক ছিল অথবা চালু ব্যবসায় বিনিয়োগের প্রমাণ দেখাতে হতো। কিন্তু এবার নতুন ‘পাইলট প্রোগ্রাম’ অনুযায়ী, ভারত ও বাংলাদেশের নাগরিকরা মাত্র ১ লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লাখ) পরিশোধ করে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এই ভিসা প্রোগ্রামের অধীনে আবেদনকারীদের জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া, সম্পত্তি কেনা কিংবা চাকরির অফার লেটার থাকাও আবশ্যক নয়। ফলে দীর্ঘ সময় ধরে অপেক্ষার ঝামেলা ছাড়াই আমিরাতে বসবাস ও কাজের সুযোগ তৈরি হবে।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির মতে, গোল্ডেন ভিসা হলো এমন এক দীর্ঘমেয়াদি ভিসা যা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বৈধ হতে পারে এবং এতে কোনো স্পন্সরের প্রয়োজন হয় না।

এই ভিসার আওতায় প্রবাসী, তাদের পরিবার এবং বিনিয়োগকারীরা আমিরাতে বসবাস, কর্মসংস্থান, শিক্ষা ও ব্যবসার সুযোগ পাবেন, যা দেশটির অর্থনৈতিক পরিবেশকে আরও সহায়ক করে তুলবে।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশে এই পাইলট কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিইপিএ (Comprehensive Economic Partnership Agreement) সদস্য দেশগুলোর জন্যও একই সুবিধা চালু করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
৮৮ বার পড়া হয়েছে

দুবাই গোল্ডেন ভিসায় বড় ছাড়, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ

আপডেট সময় ১০:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য বিশেষ সুবিধা রেখে ‘মনোনয়নভিত্তিক’ গোল্ডেন ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। নতুন এই নীতিমালার আওতায় উল্লেখযোগ্য পরিমাণ খরচ কমিয়ে সহজতর করা হয়েছে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া। ভারতের বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আগে গোল্ডেন ভিসা পেতে দুবাইয়ে অন্তত ২ মিলিয়ন দিরহামের সম্পত্তি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) কেনা বাধ্যতামূলক ছিল অথবা চালু ব্যবসায় বিনিয়োগের প্রমাণ দেখাতে হতো। কিন্তু এবার নতুন ‘পাইলট প্রোগ্রাম’ অনুযায়ী, ভারত ও বাংলাদেশের নাগরিকরা মাত্র ১ লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লাখ) পরিশোধ করে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এই ভিসা প্রোগ্রামের অধীনে আবেদনকারীদের জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া, সম্পত্তি কেনা কিংবা চাকরির অফার লেটার থাকাও আবশ্যক নয়। ফলে দীর্ঘ সময় ধরে অপেক্ষার ঝামেলা ছাড়াই আমিরাতে বসবাস ও কাজের সুযোগ তৈরি হবে।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির মতে, গোল্ডেন ভিসা হলো এমন এক দীর্ঘমেয়াদি ভিসা যা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বৈধ হতে পারে এবং এতে কোনো স্পন্সরের প্রয়োজন হয় না।

এই ভিসার আওতায় প্রবাসী, তাদের পরিবার এবং বিনিয়োগকারীরা আমিরাতে বসবাস, কর্মসংস্থান, শিক্ষা ও ব্যবসার সুযোগ পাবেন, যা দেশটির অর্থনৈতিক পরিবেশকে আরও সহায়ক করে তুলবে।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশে এই পাইলট কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিইপিএ (Comprehensive Economic Partnership Agreement) সদস্য দেশগুলোর জন্যও একই সুবিধা চালু করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।