দুর্গাপূজার সময় কোনও রকম নাশকতা ঘটানোর চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
দুর্গাপূজার সময় কোনও রকম নাশকতা ঘটানোর চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি উল্লেখ করেছেন, দেশের সকল পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই তথ্য জানান।
নাহিদ ইসলাম আরও বলেন, গত ১৬ বছর ধরে ধর্ম ও বর্ণের নির্বিশেষে অনেকেই নিপীড়নের শিকার হয়েছেন। জুলাই মাসের অভ্যুত্থানের সময় মানুষ একসঙ্গে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। ঠিক একইভাবে, সব ধরণের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে।
তিনি আরো যোগ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হলে একটি দেশের উন্নতি সম্ভব নয়। যদিও রাজনৈতিক মতভেদ থাকতে পারে, দেশের স্বার্থে সবার ঐক্য অপরিবর্তিত থাকতে হবে। এই সময় তিনি সকলকে সম্প্রীতির লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।””