দেশে ফিরল সাফজয়ী নারী দল, বড় অর্থ পুরস্কারের ঘোষণা
দেশে ফিরল সাফজয়ী নারী দল, বড় অর্থ পুরস্কারের ঘোষণা।
নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল। বাংলাদেশের নারীরা দেশকে গর্বিত করেছে। বাংলাদেশ দল এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছে। এদিকে নারী ফুটবলারদের বড় অর্থ পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল। গতবারও এই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলার নারীরা।
এদিকে দেশে এসে পৌঁছেছে সাফজয়ী বাংলাদেশ নারী দল। তাদেরকে প্রথমে বিমানবন্দরে তাদের বরণ করে নিয়ে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হবে তাদের।
টানা দুইবার শিরোপা জিতে নারী ফুটবল দল বাংলাদেশকে গর্বিত করেছে। বিসিবির পক্ষ থেকে বড় অর্থ পুরস্কার দেয়া হবে জয়িতাদের। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি সভাপতি জানান, বোর্ডের সামর্থ্য বিবেচনা করে বোর্ডের অন্য পরিচালকদের সঙ্গে কথা বলে সাফজয়ী নারী ফুটবলারদের বড় অর্থ পুরস্কার দেয়ার চেষ্টা করবেন।