ব্রেকিং নিউজ :
‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে’ — ধর্ম উপদেষ্টা
দেশ ও জাতির অগ্রযাত্রায় মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, “যোগ্যতা অর্জন করেই প্রশাসন, আইন-শৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে।”
মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসায় আয়োজিত জাতীয় আন্তঃস্কুল, কলেজ ও মাদরাসা বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “আমাদের পথ এখনও দীর্ঘ। বাধা এলেও থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন তিনি। এই প্রতিযোগিতায় দেশের ৫৪টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্কুল ক্যাটাগরিতে মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয় এবং কলেজ ক্যাটাগরিতে নটর ডেম কলেজ বিজয়ী হয়। মাদরাসা ক্যাটাগরিতে প্রথম হয় তামীরুল মিল্লাত কামিল মাদরাসা।