দোয়ারাবাজারে শিশু ইব্রাহিম নিখোঁজ তার সন্ধান চায় পরিবার
নিজস্ব সংবাদ :
ছবি সংগৃহীত
দোয়ারাবাজারে শিশু ইব্রাহিম নিখোঁজ তার সন্ধান চায় পরিবার।
দোয়ারাবাজার উপজেলার কুশিউরা গ্রামের মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ নামের এক শিশু দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। শিশুটির বয়স ৭ বছর ২ মাস। সে কুশিউরা গ্রামের মোঃ ইদ্রিস আলী ও জাহানারা বেগম দম্পতির সন্তান।
গত ৭ ডিসেম্বর বিকাল অনুমান ৪.০০ ঘটিকার সময় নিখোঁজ হয়। এ পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।
যদি কোন সুহৃদ ব্যাক্তি তার সন্ধান পান তাহলে দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জকে অবহিত করা বা তার পরিবারকে অবহিত করার জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হয়েছে।
মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ’র নিখোঁজের ব্যাপারে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নাম্বার ৩৪৩ তারিখ ০৮.১২.২৪ ইং। যোগাযোগ ওসি মোবাইল নং ০১৩২০-১২০৯২০ অথবা ০১৭১৫-৭৭১১০৬