দোহা হামলা নিয়ে নেতানিয়াহুকে শাস্তির হুঁশিয়ারি কাতারের
দোহায় ইসরাইলি হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তির দাবি তুলেছে কাতার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ কথা বলেন।
এর আগে নেতানিয়াহু মন্তব্য করেছিলেন, গত সপ্তাহে দোহায় ছয়জনকে হত্যা করা ইসরাইলি অভিযান ব্যর্থ নয়; বরং হামাস যেখানেই আশ্রয় নিক না কেন, সেখানে বারবার আঘাত হানা হবে—এমনই বার্তা দেওয়া হয়েছে।
নেতানিয়াহুর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আনসারি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রীর বেপরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কাতারের পক্ষ থেকেও বার্তা স্পষ্ট: আন্তর্জাতিক আইন অমান্য করলে তার জবাবদিহি করতে হবে।
গত সপ্তাহে দোহায় হামাস নেতারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন, সে সময় ইসরাইলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হন, যদিও শীর্ষ নেতারা অক্ষত থাকেন।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের মধ্যস্থতার বিষয়ে আনসারি আরও বলেন, “এটি বাস্তবসম্মত মনে হয় না, কারণ ইসরাইলি প্রধানমন্ত্রী আলোচনাকারীদের হত্যা করছেন এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ওপরও হামলা চালাচ্ছেন।”
তিনি জানান, কাতার এখন নিজের জাতীয় সার্বভৌমত্ব রক্ষায়, আক্রমণের পুনরাবৃত্তি রোধে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ওপর মনোযোগী।
সূত্র: আনাদোলু