ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি: ফখরুল

নিজস্ব সংবাদ :

গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশের চলমান সংকটের সমাধান সম্ভব বলে মত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, জাতীয় ঐক্য গড়ে উঠলে দেশের মানুষ যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’ এই সেমিনানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “আমরা এখন একটি রূপান্তরকালীন সময়ে আছি। কিন্তু এর মধ্যেও একটি সম্ভাবনার জানালা খুলেছে। জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি হয়েছে, এখন একে কাজে লাগাতে হবে। আমাদের সাফল্য নির্ভর করছে জনগণের ওপর। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ সবই পারে, যা ১৯৭১ এবং ২০২৪ সালে প্রমাণ হয়েছে।”

তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের অনেক এলাকা এখন পরিবহন ও যোগাযোগ সুবিধা হারাচ্ছে। এই কারণে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা এখন প্রকট। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বহু আগেই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

বিএনপি মহাসচিব জানান, দলটি সংস্কারের প্রয়োজন অনেক আগেই অনুধাবন করেছে। তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি এর প্রমাণ। তবে শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার নয়, জনগণের মধ্যেও এই দাবির প্রতিফলন থাকতে হবে বলে মত দেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
৪৫ বার পড়া হয়েছে

দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি: ফখরুল

আপডেট সময় ০৭:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশের চলমান সংকটের সমাধান সম্ভব বলে মত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, জাতীয় ঐক্য গড়ে উঠলে দেশের মানুষ যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’ এই সেমিনানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “আমরা এখন একটি রূপান্তরকালীন সময়ে আছি। কিন্তু এর মধ্যেও একটি সম্ভাবনার জানালা খুলেছে। জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি হয়েছে, এখন একে কাজে লাগাতে হবে। আমাদের সাফল্য নির্ভর করছে জনগণের ওপর। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ সবই পারে, যা ১৯৭১ এবং ২০২৪ সালে প্রমাণ হয়েছে।”

তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের অনেক এলাকা এখন পরিবহন ও যোগাযোগ সুবিধা হারাচ্ছে। এই কারণে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা এখন প্রকট। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বহু আগেই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

বিএনপি মহাসচিব জানান, দলটি সংস্কারের প্রয়োজন অনেক আগেই অনুধাবন করেছে। তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি এর প্রমাণ। তবে শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার নয়, জনগণের মধ্যেও এই দাবির প্রতিফলন থাকতে হবে বলে মত দেন তিনি।