ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নারী ফুটবলের উত্থানেও ফাঁকা গ্যালারি—কার দায় সাফ না বাফুফের? Logo “নিরপেক্ষ ইসি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়”: যশোরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম Logo চাঁদপুরে সুপারি বাগান থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে হত্যাকাণ্ড Logo হাসপাতাল থেকে ভিডিও বার্তায় রাকিব হাসান: ভাগ্নে সাকিবের জন্য দোয়া চাইলেন Logo মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: মাহিনের ৫ ও রবিনের ২ দিনের রিমান্ড Logo কর্ণফুলী ইপিজেডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করছে Logo জুমার দিনে পালনযোগ্য ৫টি গুরুত্বপূর্ণ আমল Logo কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণ, দায় স্বীকার করল খালিস্তানি সংগঠন Logo ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে নির্মাতা ও অভিনেতাদের লিগ্যাল নোটিশ Logo শুক্র ও শনিবার খোলা থাকবে কাস্টম হাউজ, চলবে আমদানি-রফতানি

নারী ফুটবলের উত্থানেও ফাঁকা গ্যালারি—কার দায় সাফ না বাফুফের?

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

বাংলাদেশে নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্যের জোয়ারেও গ্যালারি ছিল ফাঁকা। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ যখন ৯-১ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করল, তখন গ্যালারিতে দর্শকসংখ্যা ছিল হতাশাজনক। প্রশ্ন উঠেছে—এই দর্শকশূন্যতার দায় কার? সাফ, না আয়োজক বাফুফে?

জাতীয় নারী দলের নিয়মিত ৯ জন খেলোয়াড় এবার খেলছেন অনূর্ধ্ব-২০ দলের হয়ে। ফলে মাঠে ছিল পরিচিত মুখ, কিন্তু গ্যালারিতে তেমন সাড়া মিলল না। পূর্ববর্তী টুর্নামেন্টগুলোতে কমলাপুর স্টেডিয়ামে বয়সভিত্তিক ম্যাচগুলোতেও ভালো দর্শক উপস্থিতি দেখা গেছে।

দর্শকদের অনেকেই মনে করছেন, প্রচারের ঘাটতি ও যাতায়াতের অসুবিধার কারণে গ্যালারিতে এই শূন্যতা। বসুন্ধরা কিংস অ্যারেনায় যাওয়া-আসা বেশ কঠিন, কারণ সেখানে পৌঁছানোর জন্য সাধারণ পরিবহন নেই। একজন দর্শক বলেন, “বিশেষ কোনো বাসের ব্যবস্থা থাকলে অনেকেই খেলা দেখতে আসতেন।”

বিকেল ৩টায় ম্যাচ শুরু হলেও টিকিট বিক্রি শুরু হয় মাত্র আধা ঘণ্টা আগে—বিকেল ২:৩০টায়। এমন ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, এমন আয়োজন ফুটবলপ্রেমীদের আগ্রহ ভেঙে দিচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি স্বীকার করে বলেন, “এই দায়িত্ব মূলত মার্কেটিং বিভাগের।” তবে বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, “প্রচারণা ও টিকিট ব্যবস্থাপনার কিছু অংশ সাফ কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “সন্ধ্যার পর যেসব ম্যাচ হবে, সেখানে দর্শকসংখ্যা বাড়বে বলে আমরা বিশ্বাস করি।”

নারী ফুটবলে আগ্রহ বাড়লেও এই আয়োজন ঘিরে সাড়া না পাওয়াটা ফুটবল অঙ্গনে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে—সাফল্য পেলেও কি আমরা ঠিকভাবে তা তুলে ধরতে পারছি?

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
০ বার পড়া হয়েছে

নারী ফুটবলের উত্থানেও ফাঁকা গ্যালারি—কার দায় সাফ না বাফুফের?

আপডেট সময় ১০:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বাংলাদেশে নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্যের জোয়ারেও গ্যালারি ছিল ফাঁকা। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ যখন ৯-১ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করল, তখন গ্যালারিতে দর্শকসংখ্যা ছিল হতাশাজনক। প্রশ্ন উঠেছে—এই দর্শকশূন্যতার দায় কার? সাফ, না আয়োজক বাফুফে?

জাতীয় নারী দলের নিয়মিত ৯ জন খেলোয়াড় এবার খেলছেন অনূর্ধ্ব-২০ দলের হয়ে। ফলে মাঠে ছিল পরিচিত মুখ, কিন্তু গ্যালারিতে তেমন সাড়া মিলল না। পূর্ববর্তী টুর্নামেন্টগুলোতে কমলাপুর স্টেডিয়ামে বয়সভিত্তিক ম্যাচগুলোতেও ভালো দর্শক উপস্থিতি দেখা গেছে।

দর্শকদের অনেকেই মনে করছেন, প্রচারের ঘাটতি ও যাতায়াতের অসুবিধার কারণে গ্যালারিতে এই শূন্যতা। বসুন্ধরা কিংস অ্যারেনায় যাওয়া-আসা বেশ কঠিন, কারণ সেখানে পৌঁছানোর জন্য সাধারণ পরিবহন নেই। একজন দর্শক বলেন, “বিশেষ কোনো বাসের ব্যবস্থা থাকলে অনেকেই খেলা দেখতে আসতেন।”

বিকেল ৩টায় ম্যাচ শুরু হলেও টিকিট বিক্রি শুরু হয় মাত্র আধা ঘণ্টা আগে—বিকেল ২:৩০টায়। এমন ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, এমন আয়োজন ফুটবলপ্রেমীদের আগ্রহ ভেঙে দিচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি স্বীকার করে বলেন, “এই দায়িত্ব মূলত মার্কেটিং বিভাগের।” তবে বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, “প্রচারণা ও টিকিট ব্যবস্থাপনার কিছু অংশ সাফ কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “সন্ধ্যার পর যেসব ম্যাচ হবে, সেখানে দর্শকসংখ্যা বাড়বে বলে আমরা বিশ্বাস করি।”

নারী ফুটবলে আগ্রহ বাড়লেও এই আয়োজন ঘিরে সাড়া না পাওয়াটা ফুটবল অঙ্গনে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে—সাফল্য পেলেও কি আমরা ঠিকভাবে তা তুলে ধরতে পারছি?